মশাল
ইয়াছিন আলী
মম তব দ্বারে এসেছে লক্ষী মোর
এখনো না হতে সূর্য প্রভাত ভোর।
সোনালী ঊষায় সূর্য কিরণ খোলেনি দোর,
এসেছে আলোর মশাল হাতে নিয়ে তোর।
আঁধার সরায়ে সত্যের পূজারী হয়ে
দিবালাকে ফিরায়ে নিতে নিজের লয়ে।
পাপ গ্লানি যতো আছে সব ক্ষয়ে
ধুয়ে মুছে সকল তরে লয়ে।
নতুন দিগন্তে সুষমায় ভরায়ে নিতে
সত্যের বাণী ঘরে ঘরে পৌঁছায়ে দিতে।
এসেছে বাঁধিতে মায়াডোরের পিরিতিতে
একসাথে চলার পথ সকল শিখাইতে।
বিস্তৃত মাঠ, জগতজোড়া মহা পূণ্যের দান
তাঁহার মাঝে নাই কোন মান অভিমান।
মানব কল্যাণে উজাড় করেছে নিজের জান
যাঁহার জন্মে এক সুরে গেয়েছে গান।