চাঁদ
ইয়াছিন আলী
কোন গগনের চাঁদরে তুই
কোন গগনে উঠিস?
কোন গগনে তুই যে আবার
কোন গগনে ডুবিস?
রাতের বেলায় তোর যে আলোয়
নতুন করে ভাসিস।
তারার সাথে তোর যে পিরিত
ভূবন ভোলায় আসিস।
জগৎ মাঝে তোর যে আলো
স্নিগ্ধ মধুর হাসি।
তোর আলোতে সবার তরে
নতুন করে ভাসি।
তুই যে হোলি আঁধার রাতের
সকল ঘরের আলো।
তাইতো তোরে জগৎ মাঝে
বাসি কত ভালো।