সন্ধ্যা
——ইয়াছিন——
এতদিন পরে মায়া ভরা অনুরাগে
আসলে সন্ধ্যা বেলাতে,
অপরুপ মায়ায় জড়াতে
ফাগুন ধারা নিয়ে এলে সন্ধ্যাতে |
মনের গভীরে এঁকেছিলে ছবি
সন্ধ্যে বেলায় দেখাতে এসেছে কবি,
ফাগুন প্রহরে কেঁদেছি যত
চোখের জল পড়েছে তত |
মনের গভীরে কত ছিল আশা
বসন্তের প্রহরে বেঁধেছিল বাসা,
আঁখির জলে ভেসেছে বুক
পাইনি প্রেমের সুখ |
শেষের বেলায় আসলে কবি
আমায় নিয়ে আঁকতে ছবি,
মনের সুখে আঁক তোমার ঘর
তোমায় এখন করে দেব পর |
কিছু পর শোয়ায়ে দিবে কবরে
সেথায় থাকবো বাসরে,
সুখ দুঃখ কেহ নাহি জানে
রইবো সেথায় বিধির সনে |