মা ফাতেমা
সায়মা ইতি
মরুর বুকে জন্ম মা ফাতেমার
প্রিয় নবীর আদরের দুলালী
দোজাহানের নারীজাতির
সর্দার হয়ে মাতালি।
খরতপ্ত আরব নগরে
জন্ম মা ফাতেমার,
নবীর গৃহে জন্মে মাগো
নারীজাতির স্বর্গে নিলে ভার।
শিশুকাল থেকে স্বভাব সুলভ মা
খরতপ্ত মাঝে উদার মহান,
দিয়াছেন খোদা তোমায়
মহান বড় দান।
তুমি মাগো ধন্য আজি
সকল নারীজাতি কুলে,
আপন করে রেখো মা তুমি
যেওনা মোরে একটু ভুলে।
ধন্য মাগো জন্ম তোমার
মরুর বুকে তুমি,
স্বার্থক হলো
সকল জন্মভূমি।
নারীজাতির সর্দার
বেহেশতে তোমার ভার,
নারীকুলে জন্ম আমার
ব্যথা কভু নাই আর।
হাসান, হোসেন তোমার সন্তান
প্রিয় নবীর সকল জান,
তোমার জন্ম ধন্য মাগো
সকল হলো খোদার দাণ।