হাঁসগুলি
ইয়াছিন আলী
বাদল বরষণে বৃষ্টি ঝরে ঝরঝর
বিলে শাপলা শালুক কাঁপে থরথর।
চারিদিকে জলে করে থৈ থৈ
হাঁসগুলি কোথায় গেল ঐ ঐ।
বেলা থাকতে নেমেছে আঁধারে আঁধার
আসেনা হাঁসগুলি কেটে যায় সাঁতার।
অসাড় জলে ভেসেছে বিলের দু’ধার
স্রোতের টানে জলকেলিতে শেয়ালের পারাপার।
প্যাক প্যাক করে ডেকে যায় হাঁসগুলি
শেয়াল দেখে সব যায় ভুলি।
মনের সুখে খাবে বলে এঁকে যায় রংতুলি
কেয়া হুয়া ডাক দেয় সুখে মন খুলি।
আসেনা ফিরে হাঁসগুলি গৃহস্থের বাড়ী
জলের মাঝে ভেসে বেড়ায় তাড়াতাড়ি।
প্যাক প্যাক করে উচ্চস্বরে ডাক ছাড়ি
মনে মনে ভাবে এই বুঝি মন কাড়ি।
গৃহিণী এসে দেখে বিলের ধারে
হাঁসগুলি রয়েছে বিলের পারে।
শেয়ালেরা ডাকে কেয়া হুয়া করে
হাতে ছিল লাঠি বাড়ি দিল তরে।
বাড়ি খেয়ে শেয়ালেরা চলে গেল
গৃহিণীর সাথে হাঁসগুলি চলে এলো।
হাসিখুশী সবার মাঝে বলে
আনন্দ উৎসব একসাথে চলে।