চল
ইয়াছিন আলী
জোরসে কদম চলরে চল
মৃত্যু বাজি তোদের বল।
বাতাস ভেদি বাজা ডঙ্কা
পোড়া এবার রাবণ লঙ্কা।
অসুর ভেদি আনরে জয়
তোরা তাদের কররে ক্ষয়।
জোরসে কদম চলরে চল
খুঁজুক ওরা পায়ের তল।
মায়ার বাঁধন তোদের মিতা
লাগুক ওদের যতই তিতা।
জোরসে কদম চলরে চল
জাতির বুকে তোদের বল।
অসীম সাহস বাঁধরে বুকে
উঠুক ফেনা ওদের মুখে।
তোরাই হোলি দেশের দান
রাখরে তোরা এবার মান।
জোরসে কদম চলরে চল
না পাই যেন খুঁজে তল।
তোরাই হোলি বীরের বাহু
হবি তোরা ওদের রাহু।